ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ত্রিবার্ষিক সম্মেলন করে উপজেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। প্রস্তাব ও সর্মথনের মাধ্যমে হাজি মো. দেলোয়ার রহমানকে সভাপতি ও এমারত হোসেন কমলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। বুধবার উপজেলার চক সিংহরা হযরত আলী স্পোটিং ক্লাব মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির সদস্যগণ।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমিন কল্যাণ সমিতির সভাপতি হাজী মো. দেলোয়ার রহমান। এ সময় দেলোয়ার হোসেন পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে সকলের প্রস্তাব ও সর্মথনের মাধ্যমে পরবর্তী কমিটি গঠন করা হয়।
কমিটির বাকী সদস্যরা হলেন, সহসভাপতি হাজী আব্দুল মালেক, মো.শাহআলম, আকরামুজ্জাম খান, দেলোয়ার হোসেন আওলাদ, মো. মনিরুল ইসলাম বাদল, যুগ্ম সাধারন সম্পাদক মো. সাব্বির উদ্দিন, মো. সিরাজুল ইসলাম রব, অর্থ সম্পাদক মো. হযরত আলী, সহকারী অর্থ সম্পাদক মীর আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম মুকুল, সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, প্রচার সম্পাদক বাচ্চু মিয়া, দপ্তর সম্পাদক ইমরান উদ্দিন মারুফ, শিক্ষা. ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতাউল হক, ধর্ম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শাওন মাহমুদ কার্যকরী সদস্য আসলাম উদ্দিন খান, মোস্তফা কামাল, রিপন গাজী ও এস এম রানা। আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সার্ভেয়ার মো. হযরত আলী।
মন্তব্য করুন