বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আজ রবিবার (২৬ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর বাজারে রুহিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের জনগণের আকাঙ্ক্ষা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। এই নির্বাচনের পথে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই।
তিনি বলেন, দেশের মানুষের আশা বাস্তবায়নে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন খুব দ্রুত দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব।
আমান আরও বলেন, আওয়ামীলীগের দিনের ভোট রাতে করছে। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার সেসব ঘটবে না। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।
ফ্যাসিবিরোধী আন্দোলনের প্রসঙ্গে বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যদি অংশ নেওয়া দলগুলোর মধ্যে অনৈক্য হয়, তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এসব রুখে দিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
মন্তব্য করুন