ঢাকার নবাবগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ও যন্ত্রাইল মৌজার ১০ শতাংশ জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান শনিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে উপজেলার জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় ‘হাবিব শাড়ী বিতান’ নামে কাপড়ের দোকান পরিচালনা করে আসছেন। শারিরীকভাবে অসুস্থ থাকায় তার স্ত্রীও তাকে ব্যবসায়ী কাজে সহযোগিতা করতেন। কয়েকমাস আগে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে তিনি পাশের দোকানের মালিক কাশিমপুরের আফসারের ছেলে রিপনের সঙ্গে ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করেন।
ব্যবসায়ী হাবিবুরের পারিবারি অশান্তি সুযোগে রিপন ও তার স্ত্রী তাসিয়া তানিয়া পরিকল্পিতভাবে তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। হাবিবুরকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখান রিপন ও তার স্ত্রী। ধাপে ধাপে নানা অজুহাতে হাতিয়া নেন প্রায় ৩০ লাখ টাকা।
হাবিবুর রহমান অভিযোগ করেন বলেন, টাকা হাতিয়ে নেওয়ার পর স্ত্রীকে দিয়ে নতুন ফাঁদ পাতেন রিপন। রিপনের স্ত্রী তাসিয়া তানিয়া কৌশলে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং গত মার্চ মাসে নবাবগঞ্জের ছাতিয়া এলাকায় সংঘবদ্ধ প্রতারক চক্রের সহযোগিতায় ২০ লাখ টাকা কাবিনে তাকে বিয়ে করতে বাধ্য করেন। অথচ স্বামী বাঁচা থাকা অবস্থা কোন নারী দ্বিতীয় বিয়ে করার বিধান নেই।
বিয়ের পর রিপন ও তানিয়া কৌশলে তার যন্ত্রাইল মৌজার ১০ শতাংশ জমিও তানিয়ার নামে লিখে নেন। কিন্ত সেখানে স্বামী নাম লিখেন নাই।
তিনি বলেন, আমি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো যোগাযোগ রাখছে না। বরং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। রিপনদের প্রতারণায় সহায়তায় করেছেন আমারই আপন লাকী ও ভাগিনা। আমি তাদেরও বিচার চাই।
হাবিবুর রহমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই প্রতারক চক্রের মূল হোতা রিপন ও তার স্ত্রী তাসিয়া তানিয়াকে দ্রæতত গ্রেপ্তার এবং আত্মসাৎ করা টাকা ও জমি ফেরতের দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন,এই টাকাগুলো ছিল আমার জীবনের সঞ্চয়, সন্তানের ভবিষ্যতের ভরসা ও মায়ের চিকিৎসার টাকা। আজ আমি নিঃস্ব, হতাশ। প্রশাসন ও গণমাধ্যমের কাছে অনুরোধ করছি— সত্য ঘটনাটি তুলে ধরুন, যাতে আমি ন্যায়বিচার পাই।
সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
এবিষয়ে রিপন বলেন, আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব ব্যাপারে আমি কিছুই জানি না।
মন্তব্য করুন