“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা করা হয়। আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও বিআরটিএ, ঢাকা জেলা সার্কেল।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, ঢাকা জেলা বিআরটিএ কর্মকর্তা মো. হাসান, নবকলি পরিবহন এর পরিচালক আজিজুল হক মিতু, দোহার নবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতা চন্দন হালদার, চুড়াইন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন।
উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাবু লাল মোদক, উপজেলা পাট সহকারী কর্মকর্তা রুস্তম আলী ও উপজেলা রেড ক্রিসেন্ট স্যোসাইটির স্বেচ্ছাসেবক কর্মীগণ ও বীর মুক্তিযোদ্ধাগণ।