ঢাকার নবাবগঞ্জে স্কুল পর্যায়ে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বুধবার সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। খেলায় চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয় ৪২ পয়েন্ট নিয়ে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন।
খেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। এসময় তিনি বলেন, কাবাডি জাতীয় খেলা হলেও আমাদের তরুণরা এটা ভুলে যেতে বসেছে। এক সময় গ্রামেগঞ্জে কাবাডি খেলায় নানা শ্রেণী পেশার মানুষ উপভোগ করতো। আধুনিকতার ছোঁয়ায় এসব এখন হারাতে বসেছে। তরুণ প্রজম্ম যাতে জাতীয় খেলা সম্পর্কে জানতে বুঝতে পাওে সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। কাবাডি খেলা শুধু বিনোদন নয় এতে শারীরিক কসরতও হয়।
খেলা শেষে বিজয়ী টিমের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি রাকিবুল হাসান ইসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মজনু মোল্লাহ, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
মন্তব্য করুন