ভূ্মিসেবা সহজলভ্য ও জনবান্ধন সেবা দিতে এবং নিরবচ্ছিন্ন ও হয়রানিমিক্ত ভূমিসেবায় ঢাকার দোহারে চালু হলো সরকারি অনুমোদিত ভূমিসেবা সহায়তা কেন্দ্র। নাগরিকদের জন্য দালাল মুক্ত ভূমিসেবা দিতে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের অনুমতি পান অনলাইন মাস্টারের স্বত্তাধিকারী সাংবাদিক শেখ সোহান। এখানে ভূমি সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান পাবেন অনলাইন মাস্টারে। পাশাপাশি ভূমি কর (খাজনা), নামজারী (খারিজ) এর আবেদনসহ তাদের পরার্মশসহ সকল কাজ অতি দূরত্ব করতে পারবেন। সারা দেশে ভূমি মন্ত্রনালয় ৮০০ ভূমিসেবা সহায়তা কেন্দ্রের অনুমোদন দিয়েছেন।
দোহার সার্কেল ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ সাংবাদিক শেখ সোহান আহমেদ বলেন “অনেক নাগরিকই আবেদন করতে পারেন না বা ভোগান্তিতে পড়েন। তাদের হয়রানি রোধে ও স্বল্প খরচে নির্ভরযোগ্য সেবা দিতে এ কেন্দ্র চালু করা হয়েছে। এটি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও বলেন, এই ধরনের ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী খরচে, দক্ষতার সঙ্গে ভূমি সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলেও জানান এই ইনচার্জ।
এ উদ্যোগ দোহারে ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সন্তুষ্টি বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ উদ্যোগ দোহার ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সন্তুষ্টি বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন