“বন্ধু যদি ভাবিস, আপন করেই রাখিস” এ স্লোগানে প্রতিষ্ঠিত নবাবগঞ্জ উপজেলা এসএসসি ৮৭ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে খন্দকার আবু হাসান সবুজকে সভাপতি ও মো. শাহ আলম মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি অন্যান্যরা হলেন, সহ সভাপতি ডা. আব্দুস সালাম, মো. আখতার হোসেন, ডা. রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, শেফালী গমেজ, জেসমিন শিলা ও মো. আসলাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান ফারুক, কাজী আরিফ, রোজিনা আক্তার ঝুমা, জুবায়ের হোসেন, নাইমা আহমেদ, মঞ্জুর আলম নাহিদ, জহির হোসেন, সেলিনা আক্তার ও বাহার মোল্লা, সাংগঠনিক সম্পাদক সজিবর রহমান, বিশ^জিত সাহা ও আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সহ দপ্তর সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ মঞ্জুর আলম, প্রচার সম্পাদক প্রবির কুমার রাজবংশী, আলিয়ার রহমান, পুতুল পারভেজ, আমিনুর রহমান ও আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিউবার্ট যোসেফ গমেজ, সহ সাহিক্য , সাংস্কৃতিক অমিত গমেজ, লিন্ডা ও মিউরেল গমেজ মিতু, গবেষণা ও প্রকাশনা সম্পাদক শেখ শাহিন, রোজ মারিয়া মিনু গমেজ ও হোসনে আরা বেবী, ক্রীড়া সম্পাদক শাহিন বিশ^াস, সহ ক্রীড়া সম্পাদক রিত্তা আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক খন্দকার ফয়েজুর রহমার টিপু ও সাঈদ আহমেদ রাজা।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, জহিরউদ্দিন আহমেদ টিপু, মাহবুব হোসেন, সৈয়দ মো. তানভির মিতুল, লিয়াকত আলী রানা, শেখ শাহ আলম, মত্য গোপাল সাহা, শাহ আলম, বাহার মোল্লা, আরিফুল ইসলাম, মাসুদ মৃধা ও জাকির হোসেন।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, এমএ মাসুদ, নজরুল ইসলাম, যা. সুজিত কুমার সরকার, ডা. শাহিন হোসেন, মেরিন ইঞ্জিনিয়ার বিএম সাইফুল মোর্শেদ, শাহজাহান শিকদার, বজলুর রহমান শিকদার, জাকির হোসেন, তাপস কুমার মন্ডল, মো. শাহজাহান, কামরুল ইসলাম, আব্দুল আওয়াল, অমল গমেজ ও আশরাফুল হক সুমন।
আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানান নবাবগঞ্জ উপজেলা এসএসসি ৮৭ সদস্যরা। এসময় সদ্য প্রয়াত এসএসসি ৮৭ এর সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলমের স্মৃতিচারণ করা হয়।
মন্তব্য করুন