ঢাকার নবাবগঞ্জ উপজেলা এসএসসি ৮৭ এর সিনিয়র যুগ্ম আহবায়ক প্রয়াত নাজমুল আলম ওরফে শাহ আলমের স্মরণে স্মরণ সভা করেছে বন্ধুরা। শুক্রবার সকালে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে এ সভার আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা এসএসসি ৮৭।
স্মরণ সভায় প্রয়াত শাহ আলমের সাথে কাটানো বিভিন্ন স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে বলেন বন্ধুরা। এসময় প্রয়াত শাহ আলমের বিভিন্ন গুণাবলিও তুলে ধরেন সহপাঠিরা। পরে দোয়া মাহফিলে শাহ আলমসহ ব্যাচ এসএসসি ৮৭ এর সকল প্রয়াত বন্ধুদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারগুলো প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বন্ধুরা।
মশিউর রহমান ফারুকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এসএসসি ৮৭ এর আহবায়ক খন্দকার আবু হাসান সবুজ, সদস্য সচিব মো. শাহ আলম মিলন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মন্তব্য করুন