“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোল্লা ধর্মপল্লীর শহীদ ফাদার ইভান্স হলরুমে কারিতাস ঢাকা অঞ্চলের অধীনে পরিচালিত এসডিডিবি প্রকপ্লের সহায়তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এদেশের হতদরিদ্র, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করে আসছে। কারিতাস এসডিডিবি প্রকল্পটি তারই উদাহরণ।
এসময় কারিতাসের পক্ষ থেকে ১০জন প্রবীণকে সহায়তা উপকরণ ওয়াকিং স্টিক, ৬জনকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা এবং ৫জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
কারিতাস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার গাব্রিয়েল কোড়াইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী।
আরো উপস্থিত ছিলেন এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা নির্ণয় শর্মা, ভলান্টিয়ার স্বপ্না শিকদার, আশাগৃহের ইনচার্জ সিস্টার মেরী সুধা এবং ১৩০ জন প্রবীণ ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবির মানুষ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও লটারীরর আয়োজন করা হয়।
মন্তব্য করুন