‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দিপ্তী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পরিষদ চত্বরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শোভাযাত্রা শেষে পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম। এসময় উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক এতে অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। পেশাগতভাবে তারা নিজেরাই আজ অনেকটা নৈতিকভাবে পিছিয়ে রয়েছে। মূলত রাজনৈতিক কারণে তাঁদের মধ্যে বিভাজন তৈরী হয়েছে। আর্দশ সম্মান ও মানবিকবোধ জাগ্রত করে তাঁদের এ পেশার সম্মানকে অটুট রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। সভায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়।
মন্তব্য করুন