ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মদের হিসেবে পরিচিত “রুপারচর” এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উদ্যোগে ও সেনাবাহিনীয় সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটির নিচ থেকে ৪০টি গ্যালনে প্রায় ৪৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করবে।
মন্তব্য করুন