ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রামে নিখোঁজের তিন দিন পর সুচিত্রা সরকার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশ^বর্তী পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুচিত্রা সরকার গোবিন্দপুর গ্রামের রাম সরকারের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে নিখোঁজ হন সুচিত্রা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে দুর্গা মন্দির সংলগ্ন পুকুওে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। নবাবগঞ্জ থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের অভিযোগ তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, “আমরা ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মনে। তারা দ্রæত ও সঠিক তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি করেছেন। নিহতের পরিবারের সদস্যরাও এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চাইছেন।
মন্তব্য করুন