ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছার পর ব্যাচ পরিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এসময় বক্তারা নবীন শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন এবং তাদের অনুপ্রাণিত করেন। শিক্ষার্থীদেও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এফ.এক্স গ্রনিহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তণ অধ্যক্ষ সিস্টার আশা ভির্জিনিয়া গমেজ।
বিশেষ অতিথি ছিলেন হাসনাবাদ পবিত্র জপমালা গির্জার পাল পুরোহিত ফাদার কল্লোল লরেন্স রোজারিও, প্রতিষ্ঠানের প্রাক্ষণ অধ্যক্ষ সিস্টার মাগ্রেট গমেজ, শিক্ষানুরাগী হিল্লাল মিয়া, ডা. রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, উপাধ্যক্ষ সিস্টার পুষ্প তেরেজা গমেজ, সহকারী শিক্ষিকা সিস্টার নিলু, শিক্ষক প্রতিনিধি রানু শিশিলিয়া গমেজ, মলয় টমাস গমেজ সহ প্রতিষ্ঠানের প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
মন্তব্য করুন