ঢাকার নবাবগঞ্জে পানিতে ডুবে মো. আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল্লাহ বালেঙ্গা এলাকার মজনুর ছেলে।
জানা যায়, বুধবার সকালে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় আব্দুল্লাহ। পরবর্তীতে তাকে দেখতে না পেরে স্বজনরা খুঁজতে থাকেন। এক পর্যায়ের পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নবাবগঞ্জ থানাধীন বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন