নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম ও ইছামতি বাঁচাও আন্দোলন সহ এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রুহুল আমিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল নবাবগঞ্জের কাশিয়াখালী ও দোহারের কার্তিকপুর বেড়িবাঁধ পরিদর্শন করবেন। মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত এ তথ্য জানান।
তিনি বলেন, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম ও ইছামতি বাঁচাও আন্দোলন সহ এলাকাবাসী স্লুইসগেট স্থাপনের জন্য কাজ করছে। উপদেষ্টা মহোদ্বয় ও তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কাজ করছি। প্রসিডিউর মেনটেইন করে কাজ করছি।
এর আগে ৩১শে আগস্টা পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকতের নেতৃত্বাধীন চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বেরিবাঁধ পরিদর্শন করেন।
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা বলেন, আমরা আশান্বিত দোহার ও নবাবগঞ্জে স্লুইচগেট হবে। এলাকাবাসীসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের বেড়িবাঁধ এলাকায় থাকার জন্য অনুরোধ করছি
মন্তব্য করুন