ঢাকার দোহারের উত্তর বানাঘাটা এলাকায় আপন দুই সহোদরের সাথে পারিবারিক কলহের জেরে রাতের আধাঁরে প্রবাসী মেজু ভাই আজাদ হোসেনের বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে ছোট ভাই সুজনের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার ভোরের দিকে দোহারের উত্তর বানাঘাটা মসজিদের ইমাম ঐ গ্রামের মৃত মজর আলী শেখের মেজু ছেলে সৌদি আরব প্রবাসী আজাদ হোসেনের ঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। এসময় ঘরে কেউ ছিলেন না। তিনি প্রতিবেশিসহ স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার জানান, এই বিল্ডিংটা নিয়ে দেবর সুজন শেখের সাথে আমাদের বিরোধ। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সব কিছু ফেলে বাবার বাড়িতে থাকতাম। আড়াই মাস আগে দেবর জোরপূর্বক বাড়ির গাছ কেটে নেয়ার চেষ্টা করে। আমি বাঁধা দিলে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। আগুন দেয়ার আগের সন্ধ্যায়ও তাকে ঘরে সামনে থাকতে দেখেন পরিবারের লোকজন। দেবর সুজনই আমার ঘরের তালা ভেঙে আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দিয়েছে। এতে আমাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি ।
প্রবাসী আজাদ হোসেনের বৃদ্ধা মা রওশন আরা বেগম জানান, ছোট ছেলে সুজন শেখ উচ্ছৃঙ্খল, তার স্ত্রীও অবাধ্য। দুই মাস আগে গাছ বিক্রি করতে না দেয়ায় সুজনের স্ত্রী আমাকে বেধরক মারধর করে।
প্রতিবেশী লায়লা বেগম জানান, ভোরে আগুন জ্বলতে দেখে বাড়িতে আসি। এসময় ঘরের দরজার তালা ভাঙা দেখেছি।
এবিষয়ে জানতে অভিযুক্ত সুজনের মুঠোফোনে চেষ্টা করেও কথা বলা যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান।
দোহার থানার ওসি মো. হাসান আলী জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন