ঢাকার নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার ১৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যকরী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার এতিমখানা মসজিদের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করেন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এতে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ এতিমখানা পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. খন্দকার আবুল বাশার।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুপার/সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি মো. আবু বকর চৌধুরী, দাতা প্রতিনিধি মো. রিয়াজ মিয়া, বিদ্যুৎসাহী সদস্য মো. সেলিম চৌধুরী, আজিজুল হক খান মিতু, অভিভাবক প্রতিনিধি মো. আব্দুস সালাম, আব্দুল মজিদ, হাফেজ মাওলানা আব্দুর রহিম, কো-অপ্ট সদস্য ডা. মোহাম্মদ হোসেন, শিক্ষক প্রতিনিধি মোল্লা আরজু মোহাম্মদ আব্দুল্লাহ, শিক্ষক প্রতিনিধি মো. আলাউদ্দিন শেখ।
একই অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা লিখিত শপথ বাক্যে স্বাক্ষর ও পাঠ করেন। পরে নতুন হাফেজদের জন্য কুরআন বিতরণ করেন
মন্তব্য করুন