ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নবাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল।
বেগম খালেদা জিয়া ছাড়াও দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নিরব। দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
মন্তব্য করুন