ঢাকার দোহারে প্রায় ৪৮ ঘন্টা আগে নিখোঁজ মরিয়ম (৭) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরিদল। বুধবার মধুরচর এলাকার একটি খালের পাশে থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। গত সোমবার দুুপুরে শিশুটি নিখোঁজ হয়েছিলেন।
শিশু মরিয়ম সুতারপারা ইউনিয়নের মধুরচর এলাকার প্রবাসী মো.আদিল উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। ওই দিনই রাতে দোহার থানায় এ বিষয়ে একটি নিঁেখাজ সাধারণ ডায়রী করা হয়।
নিখোঁজ মরিয়মের চাচা আলাউদ্দিন বলেন, সোমবার মাদরাসা থেকে পরিক্ষা দিয়ে বাড়িতে ফিরে মরিয়ম। এরপর দুপুরে বাড়ির পাশে খেলতে বের হয়। এঘটনার পর হতে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। এদিকে মরিয়মের পরিবার ও স্বজনরা বাড়ির চারপাশে খুঁজাখুজি করেও তাঁকে না পেয়ে সোমবার রাতে দোহার থানায় একটি সাধারন ডায়েরি করে। এছাড়া বাড়ির আশপাশে খাল বা নদীতেও খোঁজাখুজি করে। বুধবার সকাল থেকে দোহার উপজেলা ফাঁয়ার সার্ভিসের একটি ডুবুরীদল মধুরচর এলাকায় শিশুটির বাড়ির পাশের একটি খালে তল্লাশি চালিয়ে ১১ টায় মরদেহ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত থাকায় স্থানীয়রা দ্রুত তাঁকে দাফন করে।
দোহার থানার এসআই বিশ্বজিৎ ঘোষ বলেন, নিখোঁজ হওয়ার পর শিশুটি মূলত পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফন তাঁরা দাফন করে ফেলেছে।
মন্তব্য করুন