নবাবগঞ্জ উপজেলার সাদাপুর বাজারে ‘ খাদিজা হুমায়রা শিকদার কিট এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিাকলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, খাদিজা হুমায়রা শিকদার কিট এন্টারপ্রাইজ’ -এ গাড়ির বডি কিট মডিফাই, মোটরসাইকেলের বডি কিট, উইন্ডশিল্ড, ম ইস্পলার, গাড়ির ডেকোরেশনসহ সব ধরনের মালামাল ও যন্ত্রপাতি বিক্রি করা হয়। এছাড়া পার্কের যাবতীয় ফাইবারের কাজও সেবার আওতায় রয়েছে।
খাদিজা হুমায়রা শিকদারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এলাকায় গাড়ি ও ফাইবার সেবার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রুবেল তালুকদার, কায়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর মো. সুজন, খাদিজা হুমায়রা শিকদার কিট এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. আবুল খায়ের রুপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
মন্তব্য করুন