ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আহম্মেদ খানের নামে মাঝিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ম সড়কটির নামকরণ করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার পরিবার ও এলাকাবাসী। স্থানীয়রা মনে করেন, মুক্তিযুদ্ধে আহম্মেদ খানের অবদান স্বরূপ সরকারের উচিত সড়কটি তার নামে নামকরণের করার। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয়রা জানান, তরুন বয়সেই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন মাঝিরকান্দার বাসিন্দা হানিফ খা’র ছেলে আহম্মেদ খা। ভারতে ট্রেনিং শেষে সরাসরি অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। পরবর্তীতে পান মুক্তিযোদ্ধার স্বীকৃতি। ২০১৯ সালের ৮মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা শাহিন বলেন ‘মুক্তিযোদ্ধারা দেশে শ্রেষ্ঠ সন্তান। তাদের নামে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো নামকরণ করার ফলে, আগামী প্রজন্ম তাদের সর্ম্পকে জানতে পারবে। মুক্তিযোদ্ধ আহম্মেদ খান আমাদের এলাকার গর্ব। আমরা চাই তার বাসায় যাওয়ার রাস্তাটি যেন তার নামেই করা হয়।
একই এলাকার রানা বলেন, ১৯৭১ সালে যেসকল বীর সন্তানরা জীবন বাজি রেখে আমাদের পাকিস্তানের শোষণ থেকে রক্ষা করেছেন তাদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। শুনেছে তরুন বয়সে জীবনের মায়া ত্যাগ করে আহম্মেদ খান সরাসরি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। সরকার তাকে স্বীকৃতিও দিয়েছেন। আমরা সবাই চাই ওনার নামে এলাকার একটি রাস্তার নামকরণ করা হোক। অত্যন্ত আমাদের পরবর্তী প্রজন্ম যেন বলতে পারে দেশ স্বাধীনতায় আমাদের এলাকায় সন্তানেরা জীবন বাজি রেখেছিল। সেই সাথে যারা ২৪ শের আন্দোলনে জীবন দিয়েছে তাদের নামেও সড়কের নামকরণ করা যেতে পারে।
বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ খানের ছেলে জিয়া খান বলেন, আমার বাবা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করতে অবদান রেখেছেন। আমি সন্তান হিসেবে অত্যন্ত গর্বিত। সরকার মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান দিয়েছেন। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি মাঝিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কটির নামকরণ যেন আমার বাবা নামে করা হয়। এরজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
মন্তব্য করুন