‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ স্লোগানে ঢাকার নবাবগঞ্জের নূরনগর মিরেরডাঙ্গী নূরানী সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আয়োজিত খেলায় সিংগাইরের বিডি লায়ন্স এর মুখামুখি হয় বান্দুরা মামুন শফিক ফুটবল ক্লাব।
বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার দর্শক জড়ো হোন উদ্বোধনী ম্যাচ দেখতে। খেলার শুরুতেই গোল করে এগিয়ে যায় বিডি লায়ন্স। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে মামুন শফিক ফুটবল ক্লাব। তবে বিরতি যাওয়ার আগে আরো একটি গোল করে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বিডি লায়ন্স। বিরতির পর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেন মামুন শফিক একাদশ। পরে খেলার শেষ দিকে একটি গোল করে ব্যবধানও কমাতে পারলেও হার এড়াতে পারেনি মামুন শফিক ফুটবল একাদশ। এরফলে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেন সিংগাইরের বিডি লায়ন্স।
এরআগে জাতীয় পতাকায় উত্তোলনের পর পায়রা উঠিয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা। এরপর ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করেন দেন ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।
উদ্বোধনী ম্যাচে ক্লাবের সভাপতি হালিম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক উদ্বোধক ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
ক্লাবের সাবেক সভাপতি ও বান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মেম্বারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী রতন সাহা, চান মিয়া, ফজর আলী, হেলাল উদ্দিন, সমন মল্লিক, আব্দুল মালেক, মতিন শিকদার, সেলিম শিকদার, মুকুল দেওয়ান, মো. সেলিম, আব্দুল আওয়াল বেপারী, শাহিন মোল্লা, ফরহাদ হোসেন, ইদ্রিস বেপারী,
ফরহাদ হোসেন ডানু, কবির মোল্লা, ইকবাল সোহরাব, মহিন শিকদার, মাদবর ফারুক ও আনোয়ার হোসেন।
সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বেপারী।
মন্তব্য করুন