ঢাকার নবাবগঞ্জে উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৫ সালে কৃতকার্য কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখা এর আয়োজন করেন।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে ৫শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও ঢাকা-১ আসনের জামায়াত মনোনীত আগামী নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“দেশের উন্নয়ন ও গৌরব অর্জনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। জাতির ভবিষ্যৎ হিসেবে আপনাদের সততা, অধ্যবসায় ও দৃষ্টিভঙ্গি দেশের পরিবর্তনের মূল চালিকা শক্তি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম। তিনি বলেন, দেশকে মেধা শুন্য করতে হাসিনা সরকার ছাত্রদের উপর গুলি চালিয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। শিক্ষা প্রতিষ্ঠানই হবে ছাত্রদের ভরসার জায়াগা। ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে থেকে শিক্ষাঙ্গনের সব নৈরাজ্য দূর করতে কাজ করবে।
ঢাকা জেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি মাহবুব আলম সিয়ামের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু ফাত্তাহ তুর্য’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. আনিসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াত আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) আমীর এডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল, পশ্চিম থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ মোস্তাক আহমেদ সব বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মন্তব্য করুন