1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

মানবিক কাজে স্যামস-৯২’র ‘মানবতার ঘর’

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১৩২৭ বার দেখা হয়েছে

করোনা সংকটের শুরু থেকে সমাজের দরিদ্র ও মধ্যবিত্তদের খাদ্য সহায়তা দিতে কাজ শুরু করে ঢাকা জেলার দোহার উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্যামস-৯২’। সহায়তা কার্যক্রমকে সুন্দরভাবে বিন্যাস করতে সংগঠনটির সদস্যরা শুরু করেন ‘মানবতার ঘর’ নামে ব্যতিক্রমী একটি উদ্যোগ। যেখান থেকে সহায়তা করা হচ্ছে সংকটে থাকা মানুষকে। এ উদ্যোগের প্রথম ধাপে ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়।

রবিবার (১৭ মে) বেলা ১১টার দিকে স্যামস-৯২ এর স্থায়ী কার্যালয়ে ‘মানবতার ঘর’ থেকে দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করে স্যামস-৯২।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপস্থিত থেকে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় স্যামস-৯২ এর সভাপতি জাহাঙ্গীর আলম ও সংগঠনের ‘মানবতার ঘর’ কার্যক্রমের আহ্বায়ক মোশারফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্যরা জানান, নিজেদের অর্থায়ন ছাড়াও দেশ ও বিদেশ থেকে বন্ধু এবং শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় ‘মানবতার ঘর’ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ