এই করোনায় মানুষ যখন খেয়ে না খেয়ে বাঁচার লড়াই করছে। সরকার যেখানে ব্যাংকগুলোতে সকল প্রকার ঋনের কিস্তি নেয়া সাময়িক স্থগিত রাখতে বলেছেন। সেখানে কিছু এনজিও ঋনের কিস্তি পরিশোধ করতে দরিদ্র পরিবারগুলোকে চাপ দিচ্ছে। আজকে সকালে তেমনই এক এনজিও কর্মী প্রশাসনের অনুমতির একটি কাগজ নিয়ে কিস্তি নিতে আসেন দোহার উপজেলার নাগেরকান্দা গ্রামে। প্রশাসনের অনুমতি বিষয়টি ভুয়া কাগজ কিনা সেই বিষয়ে আমরা সন্দিহান!
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।
-সাইফ উদ্দিন, নাগেরকান্দা, দোহার।
মন্তব্য করুন