“ফল খান দেশি, বল পান বেশি” এ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের হলরুমে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশনায় এর আয়োজন করা হয়।
আম, লিচু, কাঁঠাল, কলা, লটকন, ড্রাগন, কামরঙা, আমড়া, বিলিম্বি, কদবেল, অড়বরই, করমচা, পাইনাফল, মালবেরি, জাম্বুরা সহ বিভিন্ন রকমের দেশীয় ফল স্থান পায়। এছাড়া শিক্ষার্থীদের হাতে-কলমে পরিচয় করানো হয় সবগুলো ফলের সঙ্গে। কোন ফলের কী উপকারিতা তাও তুলে ধরা হয় শিক্ষার্থীদের কাছে। শক্ষার্থীদের সঙ্গে আবহমান বাংলার মৌসুমি ফলের পরিচয় করিয়ে দিতে ও ফল খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে এ আয়োজন বলে জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও বলেন, সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব কোমলমতি শিক্ষার্থীদের ফল খেতে এবং সুস্থ জীবন লাভে উৎসাহিত করবে এবং শিক্ষার্থীরা আনন্দিত হবে। এসময় দেশের বিলুপ্তপ্রায় ফলগুলো কীভাবে আবার ফিরিয়ে আনা যায় সে বিষয়ে দেশের কৃষি গবেষণা বিভাগের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসনাবাদ পবিত্র জপমালা রানী গির্জার পাল পুরোহিত ফাদার কল্লোল লরেন্স গমেজ, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সিস্টার পুষ্প তেরেজা গমেজ সহ প্রভাষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মন্তব্য করুন