1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

এখনও সন্ধান মেলেনি নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি, ফখরুলের উদ্বেগ

ইমরান হোসেন সুজন
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

৬৯ দিন ধরে নির্খোঁজ রয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু। এতদিনেও বিএনপির এ নেতার সন্ধান করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতি বিএনপি মহাসচিব বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৩৯ দিন ধরে। গত ৮ই জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কায় এক মাসের ওপরে অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি।’

মির্জা ফখরুল বলেন, ‘বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যসহ দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ অবিলম্বে তাকে খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর করুন।’

দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি নিখোঁজ থাকায় চিন্তিত উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও সমর্থকরা। এতদিনেও বিএনপি নেতা পান্নু উদ্ধার না হওয়ায় অনেকটা ক্ষোভও প্রকাশ করেন অনেকে। এতে দলীয় কার্যক্রমও কিছুটা ব্যাঘাত ঘটেছে বলে জানান তারা। তৃণমূলের নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

সভাপতির অবর্তমানে এখন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সালাম। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা অনেক ত্যাগ শিকার করেছি। আজ যখন বাংলাদেশ স্বৈরাচারমুক্ত, আমরা একটু স্বাধীনভাবে মুক্ত বাতাসে চলাফেরা করছি ঠিক সেই মহুত্বে ত্যাগী নেতা আজাদুল ইসলাম পান্নু ভাই নিখোঁজ। প্রশাসনের পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছে। রাজশাহীতে খোঁজ নেওয়া হয়েছে কিন্ত কোথাও তার সন্ধান পাচ্ছি না। আশা করি সরকার ও আইনশৃঙ্খলাবাহিনী তাকে উদ্ধারে জোর দিবে।

এরআগে বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুর ছেলে সিহাব তমাল জানিয়েছিলেন, জানুয়ারি মাসের ৮ তারিখ ব্যক্তিগত কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তার বাবা আজাদুল ইসলাম পান্নু। ৯ তারিখের মধ্যে বাসা ফিরে আসার কথা ছিল তার। কিন্ত মোবাইল বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করতে পারেনি পরিবার। ১০ তারিখ সিহাব তমাল নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের সর্বোচ্চ চেস্টা করা হলেও তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও রাজশাহীতে একাধিকবার খোঁজ নেওয়া হলেও খোঁজ মেলেনি তার।

তবে রবিবার সিহাব তমালকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পান্নু নিখোঁজে উদ্বিগ্ন তারাও। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। সঠিকভাবে তদন্ত করলে বিএনপি এ নেতা নির্খোঁজ নাকি আত্মগোপনে তার রহস্য উদঘাটন হবে বলে মনে করেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ