বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের মাঝে ইফতার বিতরণ করেন ঢাকা জেলা দক্ষিন ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম নিরব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় অর্ধশতাধিক রোগীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।
ইফতার বিতরণকালে শফিকুল ইসলাম নিরব রোগীদের খোঁজখবর নেন এবং দেশ নায়ক তারেক রহমান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের জন্য দোয়া কামনা করেন। রোগীরা ইফতার পেয়ে খুব খুশী হন এবং ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
এ সময় ঢাকা জেলা দক্ষিণ ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.