1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

দোহারে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে ভ্যান চালক গুরুতর আহত

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

ঢাকার দোহারে শেখ রবিন নামের এক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে সোহাগ (৩৮) নামের এক ভ্যানচালক গুরুতর জখম হয়েছেন।সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহাগ উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকার আজাহার সরদারের ছেলে। অভিযুক্ত শেখ রবিন রাইপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী বলে জানা গেছে।

আহত সোহাগের ভাই মামুন জানায়, সোমবার সন্ধ্যায় ভ্যানচালক চালক সোহাগ রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন মো. কামালের দোকানে মাল আনতে যায়। পরে সেখানে দোকানদার কামালের সাথে ভ্যানে মাল উঠানো নিয়ে সোহাগের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে দোকানদার কামালের ছেলে রবিন ভ্যান চালক সোহাগকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। পরে সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে দোহার দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এঘটনা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে অভিযুক্ত রবিনের শাস্তির দাবিতে স্বোচ্চার হয়ে উঠে নেটিজেনরা। রবিনের শাস্তি দাবি জানিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ