“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জুম্বা উপজেলার রাইপাড়া ইউনিয়নের রঘুদেবপুর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোঃ সাজিদ খান বলেন, আমাদের এই মানব কল্যাণ ঐক্য পরিষদের শ্লোগানই হচ্ছে “মানুষ মানুষের জন্য” সুতরাং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের সেবা করা। আমরা এর আগেও অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন সেবা দিয়ে এসেছি। আমাদের এই পরিষদের উদ্যোগে বিগত ৩ বছর যাবৎ আমাদের রঘুদেবপুর চরকুশাই ভাঙ্গা মেইন রোড সংলগ্ন এলাকায় ওয়াজ মাহফিল দিয়ে এসেছি এবং প্রত্যেক বছরই এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। আপনরা সবাই দোয়া করবেন এবং আপনরা সব সময় বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যেন আমাদের এই মানব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে সব সময় সমাজের উন্নয়ন ও ভাল কাজের পাশাপশি মানুষের পাশে থেকে মানুষকে সেবা দিতে পারি।
মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোঃ বশির খান বলেন, আমাদের এই মানব কল্যাণ ঐক্য পরিষদের প্রবাস থেকে শুরু করে সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় আজ আমরা কিছু অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবো এবং এই রমজান মাসেই আমরা আরও ১০০ এতিমদেরকে ইফতারীর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
এ সময় সামজ সেবক ওয়াহিদুল মোরাদ নান্না মানব কল্যাণ ঐক্য পরিষদের একটি অফিসিয়াল কার্যালয় তৈরি করার জন্য জায়গা দিয়ে ঘর নির্মাণের আশ্বাস দেন এবং মানব কল্যাণ ঐক্য পরিষদের পাশে থেকে সব সময় সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলেও জানান তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবক ওয়াহিদুল মোরাদ নান্না, আব্দুর রহমান দোহারী, মোঃ আমজাদ হোসেন, মোঃ আলী আজম খান, মোঃ মতিয়ার রহমান, মোঃ মবজেল খান, স্থানীয় সাংবাদিক দৈনিক জনকন্ঠের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল “রুপালী বাংলা নিউজ ডটকম” এর সম্পাদক ও প্রকাশ মোঃ সুজন খান, সমাজ সেবক মোঃ মোবারক হোসেন, মোঃ শফিকুল রহমানসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন, মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোঃ বশির খান, মোঃ সাজিদ খান, মোঃ লুৎফর রহমান লিটন খান, মোঃ রোহান, মোঃ আমিরুল ইসলাম, মোঃ জিদানসহ অন্যান্য সদস্য ও প্রবাস থেকে বিভিন্ন ভাবে অর্থ ও পরামর্শ দিয়ে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন মানব কল্যাণ ঐক্য পরিষদের অসংখ্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে মানব কল্যাণ ঐক্য পরিষদের ভাল কাজে সব সময় পাশে থেকে সহযোগিতা করার জন্য মানব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিক দৈনিক জনকন্ঠের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল “রুপালী বাংলা নিউজ ডটকম” এর সম্পাদক ও প্রকাশ মোঃ সুজন খানকে ও মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোঃ রাব্বিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য ও উপস্থিত অতিথিরা। পরে মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্যরা অসহায় ও হত-দরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.