দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে, রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও মাহে রমজানের স্বাগত মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার ২সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং মাঠ থেকে একটি স্বাগত মিছিল বের করে উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্ত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভা করা হয়।
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে, রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও মাহে রমজানের স্বাগত মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং মাঠ থেকে একটি স্বাগত মিছিল বের করে উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্ত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভা করেন দলটি।
পথসভায় বক্তরা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার পাশাপাশি ব্যবসায়ীদের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আহবান জানান।
জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ শাখার সহকারী সহকারী সেক্রেটারি মামুনুর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর উপজেলার সাবেক আমীর মিনহাজ উদ্দিন, ঢাকা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সেক্রেটারি মোস্তাক আহমেদ, নবাবগঞ্জ থানা পশ্চিম জামায়াতের আমীর মাওলানা হারুন-অর-রশিদ।
সমাপণি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ পূর্ব শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, মাহবুবুর রহমান, রমিজ উদ্দিন মাস্টার, মাওলানা আব্দুল কুদ্দুস সহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.