1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

নবাবগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার:
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষক ও হত্যার প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি ও নবাবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এর আয়োজন করেন।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি টাঙ্গাইলে রাজশাহীগামী বাসে নারী ধর্ষণের চেষ্টা, রংপুরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শিশুর ওপর যৌন নিপীড়ন, হবিগঞ্জে স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা—এমন নৃশংস ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচী। এসময় দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব ইসরাত জাহান রুমি, দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মাসুমা বিল্লাহ, সেক্রেটারি ইয়াছমিন আক্তার, সাংগঠনিক সম্পাদিকা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবাবগঞ্জ উপজেলা শাখার সিনিয়র মুখ্য সংগঠক তানিশা ইসলাম নিলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবাবগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নাঈম, যুগ্ম আহ্বায়ক নাদিয়া ইসলাম ও ফাতেমা সাদিক, মুখ্য সংগঠক মোহাম্মদ তুহিন হোসেন, মুখপাত্র সৌরভী আক্তার চাঁদ, দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির অন্যতম সদস্য মৃন্ময়ী আফরোজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ