1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

সে- টুগেদারের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

রান টুগেদার রাইজ টুগেদার এই শ্লোগানে ঢাকার দোহার ও নবাবগঞ্জে প্রথমবারের অনুষ্ঠিত হয়ে গেল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার সকাল সোয়া ৬টায় নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা থেকে শুরু হয়ে দোহার উপজেলা কার্তিকপুর বাজার পর্যন্ত আট কিলোমিটার এ ম্যারাথন প্রতিযোগিতায় ২২২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সে টুগেদার নামে একটি সামাজিক সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করেন।

পুরুষদের পাশাপাশে তিনজন নারী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এমন আয়োজন করায় সে টুগেদারকে ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা।

প্রথমবারের মত দোহার নবাবগঞ্জে ম্যারাথন দৌড়ের আয়োজন করতে পেরে খুশি আয়োজক কমিটি। ভবিষ্যতেও এমন আয়োজন আগ্রহ প্রকাশ করেন আয়োজকরা।

প্রতিযোগিতাকে নির্বিঘœ করতে নবাবগঞ্জ থেকে কার্তিকপুর পর্যন্ত সড়কের গুরুত্বপূর্ণস্থানে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনী। স্থাস্থ্যসেবায় প্রস্তুত ছিলে মেডিকেল টিমও। বিজয়ীদের প্রাইজমানী ও সম্মাননা ক্রেস্ট সহ অংশগ্রহনকারীদের দেওয়া হয় বিশেষ সম্মাননা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শাহিন হোসেন জনি, সাধারন সম্পাদক আবু তাইম, সদস্য লিয়াকত হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এমএ খান সোহেল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ