ঢাকার দোহারে ব্রাক এর নিরাপদ অভিবাসন ও বিদেশ -ফেরতদের পুনরেকত্রীকরণ ইমুপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্ণি মাইগ্রেন্টস ( প্রত্যাশা ২) প্রকল্প এর প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জয়পাড়া সেভেনস্টার রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসবন্ধু ফোরামের দোহারের সভাপতি শামীম আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাক ডিস্টিক কো-অর্ডনেটর আল মুবিন রহমান, সহ সভাপতি হেলেনা বেগম, প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক মো: আল আমিন, সাংগঠনিক সম্পাদক রওশন আরা রিনা, তথ্য ও প্রচার সম্পাদক কাজী রাজীব, সদস্য উজ্জল মাহমুদ, তানিয়া সুলতানা, সুরভী ইসলাম, বিল্লাল হোসন, উজ্জল মাহমুদ ও প্রোগ্রাম অর্গানাইজার রাবেয়া বসরি আখিঁ।
Leave a Reply
You must be logged in to post a comment.