1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দোহার নবাবগঞ্জে গ্রেপ্তার ১০

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ঢাকার নবাবগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও চুর সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. আল আমীন (৩০), নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল (৪৫), বাহ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান লিংকন (৫০), ডিএন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল (২৩), বাহ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াসিন (৫৩) ও চিহ্নিত চোর দোহার উপজেলার মধুরচর গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. সাগর (২৩)।

এছাড়া দোহারে গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: মোস্তফা ডাক্তার (৪৩), উপজেলা আওয়ামীলীগের থানা কমিটির সদস্য মানিক শিকদার (৫৭), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো আমজাদ হোসেন (৬০) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান অনল (৫২)।

দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ