ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা ব্রিজের এপ্রোচ দখল করে চাঁদনীপ্লাজার দ্বিতীয়তলার নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাজার সমিতির অভিযোগ কৌশলে মার্কেট সংলগ্ন প্রায় ১০ফিট সরকারি জমি দখলের চেস্টা করছেন ভবনের মালিকগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাকোপা ইউনিয়নের বাগমারা বাজার ও বাহ্রা ইউনিয়নের বড়বলমন্তচর গ্রামের সংযোগের জন্য ইছামতি নদীর উপর একটি সেতু নির্মিত হয়। সেই সেতুর সংযোগ প্রায় ১০ ফিট রাস্তাটি দখল করে চাঁদনীপ্লাজা মার্কেটের সম্প্রসারণের কাজে ব্যস্ত নির্মাণ শ্রমিক। জানা যায়, চাঁদনী প্লাজার মালিক আলী হোসেন, হাসান আলী, কুতুব উদ্দিন ও শহীদ তাদের মার্কেটের সুবিধাথে ব্রিজের এপ্রোচের জায়গা দখল করে দ্বিতীয়তলার নির্মাণ কাজ করছেন। বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ একাধিকবার তাদের এভাবে কাজ করতে নিষেধ করলেও তারা কর্ণপাত করেনি।
বাগমারা বাজার বণিক সমিতি সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মার্কেটের ভিতরে উপরে ওঠার সিড়ি থাকা সত্বেও চাঁদনীপ্লাজার মালিকগণ মার্কেটের সুবিধার্থে সরকারি রাস্তা দখল করে দ্বিতীয়তলার নির্মাণ কাজ করছেন এতে সংকুচিত হয়ে যাবে সরকারি রাস্তা। এছাড়া মার্কেটের পূর্ব পাশে ইছামতি নদী থেকে মাটি খনন করে মার্কেট ভাঙ্গন রক্ষায় ভরাট করছেন। এমন ভাবে মাটি খনন করছেন পাশেই সেতুর পিলার যে কোন সময় পিলার থেকে মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকিতে পড়তে পারে।
বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও অন্যান্য নেতৃবৃন্দ আরো অভিযোগ করে বলেন, মার্কেট নির্মাণে সরকারি বিভিন্ন নিয়ম রয়েছে। কিন্ত চাঁদনী প্লাজার মালিকরা কোন নিয়মই মানছে না। যেভাবে ভবনটি নির্মাণ করা হয়েছে এতে র্দুঘটনার সম্ভবনা রয়েছে। এত বড় মার্কেট পার্কিংয়ের কোন ব্যবস্থা করেনি তারা। তাদের কারনে অন্যান্য ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। তিনি আরো অভিযোগ করে বলেন, বাগমারা বাজারে ব্যবসায়ীদের মালামাল উঠা নামা করার জন্য নদীতে একটি সিড়ি নির্মাণ করা হয়। সেই সিঁড়ি ধ্বংসের উদ্দেশ্যে নীচের অংশ থেকে মাটি খনন করে মার্কেটের মালিকগণ। সরকারি রাস্তা দখল মুক্ত করতে ও বাজারের ব্যবহারকৃত সিঁড়ি বাঁচাতে ও গুরুত্বপূর্ণ সেতুটি ঝুঁকি থেকে মুক্ত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তবে চাঁদনীপ্লাজার মালিক আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন বলেন, আমরা কোন সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ করছি না।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, সরেজমিনে তদন্ত করে সরকারি রাস্তা দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.