কৃষিখাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এ খাতকে আরো এগিয়ে নিতে এবং কৃষককে উৎসাহিত করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা চকে কৃষি পুর্নবাসন সহায়তা খাত হতে রবি মৌসমে ৫০ একর জমিতে ব্রিধান ৮৯ সমলয় চাষাবাদের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সংস্থাপন ও উন্নয়ন উপপরিচালক গোলাম মোস্তফা খান।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা আক্তার হোসেন, মো.অন্তু, জুলহাস, কবির হোসেনসহ বিভিন্ন ব্লক সুপারভাইজারগণ।
Leave a Reply
You must be logged in to post a comment.