ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক। সোমবার ঢাকার দোহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগনকে অবতিকরণ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
খোন্দকার আবু আশফাক আরো বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর মেরামতের রূপরেখায় দেশের প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার উন্নয়নের কথা বলা হয়েছে।
উপজেলার চর জয়পাড়ায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আজিজ ও উত্তর জয়পাড়া কুঠিবাড়ি কম্বল বিতরণ অনুষ্ঠানে দোহার পৌরসভার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু কাওছার রিপন এর সভাপতিত্বে পৃথক দুটি অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুলহাস উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূূূঁইয়া, দোহার পৌরসভা বিএনপির সিনিয়ির সহ সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান, দোহার পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতালেব মোল্লা, দোহার পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, জয়পাড়া বাজার বড় মসজিদ কমিটির সাধারন সম্পাদক শাহিন মাহমুদ সহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.