ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ পূর্ব শাখা। শনিবার উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশাপূরণে ইসলাম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ গণসমাবেশ করা হয়।
উপজেলা পূর্ব শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাজী মোহাম্মদ সাইদুর রহমান এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণের সেক্রেটারী হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম।
সেক্রেটারি হাফেজ মাওলানা শওকত আলী অনুষ্ঠান সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণের জয়েন সেক্রেটারি আলহাজ্ব মো. শাহীন আহম্মেদ।
বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলা পশ্চিম ও পূর্ব শাখার অন্যান্য নেতৃবৃন্দরা।
Leave a Reply
You must be logged in to post a comment.