ঢাকার দোহারের জয়পাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।
অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে জয়পাড়া বাজারের কুন্ডু রাইস এজেন্সির মালিক গৌরকুন্ডুর গোডাউন থেকে সাড়ে ছয় বস্তা ও মুকসেদ স্টোর এর মালিক মোঃ মুকসেদ এর দোকান থেকে চার বস্তা পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গৌর কুন্ডুকে ১০ হাজার ও মোঃ মুকসেদকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আর জব্দকৃত পলিথিন একটি পরিত্যক্ত জায়গায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইলোরা ইয়াসমিন জানান এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.