1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

দোহারে অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই

রিপোর্টার:
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯৮ বার দেখা হয়েছে

ঢাকার দোহারে অগ্নিকান্ডে একটি দোকান ও বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে ও বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

রাতে সরজমিনে গিয়ে জানা যায়, সুন্দরীপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে ও বসত ঘরে হঠাৎ করেই আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর সকলের সহযোগীতায় আগুন নিভানো হয়। শেষ মুহুর্তে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকান ও ঘরের সব পুড়ে ধ্বংস হয়ে যায়। দোকানের সাথে থাকা বসত ঘরটিতে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বাসিন্দা কালাচাঁদ তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকাতেন। ঘরে আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পরে কালাচাঁদ, পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটি থেকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তখন আমরা চিৎকার করে লোকজন জড়ো করে সকলের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করি।

দোকান মালিক আবুল কালাম আজাদ বলেন, এটা আমার বোনের বাসা। তারা ঢাকাতে থাকেন। আমিই দেখাশোনা করি। এই দোকান আমি চালাই। মাদ্রাসা দুপুরে ছুটি হওয়ার পরই আমি দোকান বন্ধ করে চলে যাই। হঠাৎ সন্ধ্যার দিকে শুনতে পাই আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি সব শেষ।

এঘটনার পর মাহমুদপুর ও কুসুমহাটি ইউনিয়ন শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘর পরিদর্শন করতে দেখা যায় এবং তাদের খোঁজ খবর ও বিভিন্ন পরামর্শ দিয়েছে বলে জানান তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ