1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

দোহারে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রিপোর্টার:
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭২৭ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলার নিকড়া বাগানবাড়ি এলাকায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল ঘরের প্রধান ফটক ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে দুইবাড়িতে থাকা তিনটি পরিবারের কাছ থেকে প্রায় ১৩ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। এসময় সাহেদা নামে এক বৃদ্ধাকে আহত করেন ডাকাতরা।

ভূক্তভোগী মোজাহার শরীফ জানান, ডাকাতির ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।

এবিষয়ে দোহার থানা ওসি রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ডাকাতি এড়াতে রাতে পুলিশের টহল অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ