‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণে বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গোল্লায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস এর এসডিডিবি প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এসময় গোল্লা ধর্মপল্লীর শহীদ ফাদার ইভান্স হলরুমে কারিতাস এর এসডিডিবি প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ওয়াকিং স্টিক বিতরণ করা হয়। পরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও গোল্লা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার গাব্রিয়েল কোড়াইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা নির্ণয় শর্মা, ভলান্টিয়ার স্বপ্ন শিকদার, আশাগৃহের ইনচার্জ সিস্টার মেরী সুধা, সমাজসেবক টমাস রোজারিও ও বাবু সুকান্ত সহ আরও অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.