1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সুবর্ণজয়ন্তী উদযাপন

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৫০বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও উত্তোরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী নৃত্যের মাধ্যমে বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরেন। এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইউফ্রেজী বারবী’র মোলার উন্মোচন ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অঞ্জলি প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মদেশের আর্চ বিশপ বিজয় এন ডি’ক্রুজ।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি ও হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্ট্যানিসলাউস গমেজ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সিলর ফাদার প্যাট্রিক গ্যাফনি, বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা কমিশনার সেক্রেটারি জ্যোতি এফ গমেজ , ঢাকা মহাধর্ম প্রদেশ শিক্ষা কমিশনের সদস্য মাইকেল বটলেরু, সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক সি. কার্মের রিবেরু, সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সি. মেরী নমিতা, সেন্ট মেরীস্ গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, সি. মেরী খ্রীষ্টিনা, সেন্ট জেভিয়ার্স গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সি. নিলু মৃ, সেন্ট গ্রেগরীস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাস্টিড পিটার রিবেরু, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সি. জ্যাকলিন লুইজা গমেজ, বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তরেন যোসেফ পালমা , সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ সি. মাগ্রেট গমেজ, বাংলাদেশ প্রভিন্স এর প্রাক্তন প্রভিসিয়াল সি. রেবা ডি কস্তা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন অধ্যক্ষ আশা ভার্জিনীয়া গমেজ, সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা লুডস মেরী রোজারিও, রেনু মারিয়া পালমা, সেন্ট থেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপালী কস্তা সহ আর অনেকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ