1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

দোহারে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, দুই কসাইকে জরিমানা

রিপোর্টার:
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার দেখা হয়েছে

ঢাকার দোহারের জয়পাড়া বাজারে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টার অভিযোগে দবির মোল্লা ও লোকমান নামে দুই কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার ঝনকি এলাকা থেকে একটি অসুস্থ গরু কিনে জবাই করে বিক্রির জন্য তাদের দোকানে নিয়ে এসে ফ্রি রাখেন দবির মোল্লা ও লোকমান। গোপন সংবাদের ভিত্তিেেত জানতে পেরে সোমবার সকালে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মামুন খান। পরে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার করে দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান বলেন, দুইজনকে জরিমানার পাশাপাশি জব্দকৃত মাংস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ