1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থার কলাকোপা ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার অরাজনৈতিক ও সামাজিক সচেতনমূলক মুক্তচিন্তার প্লাটফর্ম নাগরিক কল্যাণ সংস্থার কলাকোপা ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নিমতলা এলাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় এমনিষ্টি ইন্টারন্যাশনাল ইউএসএ মানবাধিকার কর্মী ও নাগরিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা উপদেষ্টা বি এইচ সাইফুর এর দিক নির্দেশনায় নাগরিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা ও সভাপতি হুমায়ুন কবীর সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান শোভনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দোহার নবাবগঞ্জ ছাত্র সংসদের সাবেক ভিপি মহসিন রহমান আকবর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন আহমেদ তুষার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হাসান লিটু, কলাকোপা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লাভলু শিকদার, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি আজহারুল হক, নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝন্টু মোল্লা, প্রচার সম্পাদক শুকুর আলম, ব্যবসায়ী ও সমাজসেবক আলম মোল্লা সহ আরও অনেকে।

এসময় কলাকোপা ইউনিয়ন নাগরিক কল্যাণ সংস্থার কমিটি ঘোষণা করা হয়। এতে মো. শামীমকে সভাপতি, কাউসার মিয়াকে সাধারণ সম্পাদক ও সোহেল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পরে সংগঠনের পক্ষ থেকে ১হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ