1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আইয়ুব আলীর স্মরণে সভা

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আইয়ুব আলীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘোষাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণ সভায় বক্তারা বলেন, আদর্শবান শিক্ষকের কোনো মৃত্যু নেই। একজন আদর্শবান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্ন পূরণে সঠিক পথ দেখিয়েছেন তিনি। তার এ স্থান কখনো পূরণ হওয়ার নয়।

সভাপতিত্ব করেন ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন মিঞা। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য শামীমুল হক শিমু। এসময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুস ছালাম। এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ