1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন

নবাবগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ

সিনিয়র প্রতিদেক
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার দেখা হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে কর্মী ও সুধী সমাবেশ করলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকাল ৩টায় উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদ মাঠে তাঁরা এ কর্মী ও সুধী সমাবেশ করেন।

বাহ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর কাজী মাওলানা মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্টেটারী জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আমাদের এই দেশটা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সকলের। তাই আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে সকল ধরণের ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমীর এ্যাড. ইব্রাহীম খলীল, সেক্টেটারী মাওলানা মোহাম্মদ আলী।

বাহ্রা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. ইউসুফ মনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার সেক্টেটারী মোহাম্মদ মোস্তাক আহমেদ, জামায়েত নেতা- সালাউদ্দিন আমান, তামীমুল ইসলাম মোশারফ হোসেন, তাহসীন সজল, মাওলানা আঃ কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, ওয়াহেদ নূর, আব্দুস সালাম প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ