1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

নবাবগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ মো. মানিক (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার উপজেলার কলাকোপারের সমসাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক সমসাবাদ এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ এর নির্দেশনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজাসহ মানিককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ