ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক টিকাদান ক্যাম্পইন উপলক্ষে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভা করা হয়।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
সভায় জানানো হয়, পঞ্চম থেকে নবম শ্রেণির মেয়ে শিক্ষার্থী বা শিক্ষার্থী না হলে ১০-১৪ বছর বয়সীরা অনলাইন নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন গ্রহন করতে হবে। পরে অনলাইন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। যারা অনলাইনে আবেদন করতে সামর্থ্য নেই তারা ফর্মপূরণ করেও ভ্যাকসিন নিতে পারবেন।
ভ্যাকসিনটি শতভাগ হালাল সার্টিফাইড। কোন ধরণের পার্শ্ব প্রতিক্রীয়া নেই। ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ৫দিন উপজেলার ৪২টি কেন্দ্রে ৪ হাজার মেয়ে শিশুকে এ টিকা দেয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন।
বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার ওসি তদন্ত মো. আসগর হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শামীমা আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. শাহীনূর রহমান তুতি, সাংবাদিক বিপ্লব ঘোষ, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. সাইফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.